কম্পিউটার দ্রুত Shutdown করুন

আমাদের কারো কারো কম্পিউটার অনেক সময় নিয়ে বন্ধ হয় এটা আমাদের কাছে অনেক বিরক্তিকর সুতরাং এর থেকে মুক্তি পেতে নিচের প্রক্রিয়াটি অবশ্যয় অনুসরন করবো।Start>>>Ran>>>regedit-এখুন Enter চাপুন। এখান থেকে HKEY_LOCAL_MACHINE-এ দুইটি ক্লিক করুন।
এখুন SYSTEM-এ ক্লিক করে Current Control Set-এ দুইটি ক্লিক করে এবার Control থেকে Session Manager-এ যান এখান থেকে Memory Management খুজে বের করুন এবং সবশেষে ডান পাশে থেকে Clear Page File At Shutdown-এর মান (০-শূন্য) দিয়ে দিন এবং OK দিয়ে বেড়িয়ে আসুন এবং পনুরায় কম্পিউটার Restart দিন।

No comments:

Post a Comment